নতুন মিসাইল পরীক্ষার পর পুতিনের হুমকি, চিন্তায় পড়বে শত্রুরা

ইউক্রেনের যুদ্ধের মধ্যেই নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বলা হচ্ছে এটি রাশিয়ার পারমাণবিক শক্তি ও অস্ত্রের মধ্যে নতুন সংযোজন। শুধু তাই নয়, মিসাইলটি সফল পরীক্ষা শেষে পুতিন হুমকি দিয়ে বলেছেন, এটি এমন একটি মিসাইল যেটার খবর শুনে আমাদের শত্রুরা চিন্তা পড়বে। খবর আল জাজিরা।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে টিভির পর্দায় দেখা যায় সামরিক কর্মকর্তারা পুতিনকে বলছেন, মিসাইলটি রাশিয়ার প্লেসেতস্ক থেকে ছোড়া হয়। এটি কামচাটকাতে গিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এ সময় পুতিন বলেন, এই নতুন অস্ত্রটির আছে উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না।
পুতিন আরও বলেন, এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে। বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের মাথায় চিন্তার খোরাক দেবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: