ইউক্রেন যুদ্ধ
খাদ্যাভাবে বিশ্বব্যাপী মানবিক সংকট তৈরির শংকা বিশ্বব্যাংকের

ইউক্রেন যুদ্ধে সৃষ্ট খাদ্যাভাবের কারণে বিশ্বব্যাপী নতুন মানবিক সংকট তৈরি হবে বলে শংকার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপ্লাস। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ৩৭ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই খাদ্যাভাব লাখো মানুষকে দরিদ্র্যতার দিকে টেনে নেয়ার পাশাপাশি চরম মানবিক সংকট তৈরি করবে বলে শঙ্কার কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপ্লাস।
এদিকে, পতনের মুখে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন দেশটির একাধিক সেনা কর্মকর্তাও। এ অবস্থায় পশ্চিমা বিশ্বের কাছে অস্ত্র সহায়তা চাওয়ার পাশাপাশি মস্কোর সাথে আলোচনার প্রস্তাব তাদের। জাতিসংঘের তথ্যমতে, দেশটিতে শরণার্থী সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যেই ওয়াশিংটনে অনুষ্ঠিত সবশেষ জি-টুয়েন্টি বৈঠকে রাশিয়ার অংশগ্রহণের প্রতিবাদে ওয়াক আউট করেছেন ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যমন্ত্রীরা।
অন্যদিকে, রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে দু'দিনের সফরে ভারত পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে সতর্ক করে আসছে পশ্চিমারা।
ধারণা করা হচ্ছে, চলমান সফরে রুশ তেল ও প্রতিরক্ষা সামগ্রীর ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে যুক্তরাজ্য-ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হতে পারে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই বরিস জনসনের প্রথম ভারত সফর। এর আগে, গত মাসে প্রায় কাছাকাছি সময়ে দেশটি সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
মন্তব্য করুন: