মোদির কাশ্মীর সফরের আগেই বিস্ফোরণ

২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্র সরকারের দ্বারা কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে রবিবার (২৪ এপ্রিল) জম্মুর সাম্বা জেলার পল্লি পঞ্চায়েতে বিশেষ সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
কিন্তু এদিন সকালেই মোদির সভাস্থল থেকে অনতিদূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে সারা রাজ্য।
জি নিউজ, ইন্ডিয়া ডট কমসহ অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, রবিবার সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় জম্মুর লালিয়ানা গ্রামে এক কৃষি জমিতে। প্রথম বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। এই জায়গাটি প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
গ্রামবাসী থেকে বিস্ফোরণের শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কী ধরনের বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনো সংযোগ নেই।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ সন্দেহ করছে বজ্রপাত কিংবা উল্কাপাত হয়েছে।
এর আগে মোদির সফরের আগে শুক্রবারই জম্মুর সুঞ্জওয়ায় সিআইএসএফের বাসে হামলা চালায় জঙ্গিরা। বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। এক সিআইএসএফ জওয়ানের মৃত্যুও হয়। তল্লাশি অভিযানে নেমে দুই জঙ্গিকে এনকাউন্টার করে সিআরপিএফ।
প্রসংগত, জম্মুর সাম্বা এলাকায় নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানে প্রায় হাজার হাজার দলের কর্মী অংশ নেবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে কাশ্মীর বাসীর উদ্দেশ্যে গণতন্ত্রের বার্তাও দেবেন মোদি। সামনেই কাশ্মীরে ভোট। তাই ভোটের আগে মোদির এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি।
বিভি/এএন
মন্তব্য করুন: