এবার ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করলো রাশিয়া

মারিওপুলের পর এবার ইউক্রেনের আরেকটি ক্রেমিন্না শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) এক টুইট বার্তায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রেমিন্না শহরের পুরোপুরি পতন ঘটেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, আইটিভি ও ইন্ডিপেনডেন্ট।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের এ শহরে গত কয়েকদিন ধরে তীব্র যুদ্ধ চলছিল। অবশেষে রুশ বাহিনীর কাছে হার মেনেছে ইউক্রেনীয় বাহিনী। পাশাপাশি ইউক্রেনের ইজুম শহরের দক্ষিণে দেশটির বাহিনীর সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই শুরু হয়েছে।
টুইট বার্তায় ব্রিটিশ সেনাবাহিনী জানায়, ইউক্রেনের উত্তর ও দক্ষিণ দিক থেকে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোর্স্কের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এ সময়ে এ লড়াই শুরু হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্রেমিন্না শহর। এটার দখল নিয়ে এখনও কিছুই জানায়নি ইউক্রেন সরকার। কিন্তু এরই মধ্যে ক্রেমিন্না শহর দখল নেয়ার দাবি করেছে রাশিয়া। তবে ক্রেমিন্না শহরের কীভাবে পতন ঘটেছে তা বিস্তারিত জানায়নি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে যুক্তরাজ্য।
বিভি/এজেড
মন্তব্য করুন: