• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শবে কদরে আল আকসায় নামাজে উপস্থিত আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি

প্রকাশিত: ১৬:৪০, ২৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শবে কদরে আল আকসায় নামাজে উপস্থিত আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি

পবিত্র শবে কদরের রাতে ফিলিস্তিনের আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন আড়াই লাখের বেশি মুসল্লী। মহিমান্বিত এই রজনীতে নিজেদের চোখের জল ফেলেছেন লাখো মুসল্লী। অন্যদিকে, একই দিন পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক।

তবে বিপুল সংখ্যক মুসল্লির জমায়েতকে ঘিরে সতর্ক ছিল ইসরাইল। ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয় আল আকসা মসজিদ প্রাঙ্গনে। মোতায়েন করা হয় কয়েক হাজার ইসরাইলি পুলিশ। 

কিন্তু সংঘর্ষের সব শঙ্কা ভেঙ্গে আল আকসায় জড়ো হন লাখো ফিলিস্তিনি। ২৭ রমজানের গুরুত্বপূর্ণ এ রাতে নামাজ আদায় করতে অধিকৃত পশ্চিম তীর থেকেও যোগ দেন ২০ হাজারের বেশি মুসল্লি। 

এদিন অঞ্চলটিতে ইসরাইলি বাহিনীর হামলায় মাথায় গুলি লেগে নিহত হয় আহমাদ ফাথি মাসাদ নামের এক যুবক। আহত হয় আরও তিন জন। প্রতিবাদে বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথেও দফায় দফায় সংঘর্ষে জড়ায় ইসরাইলি পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2