• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জুমাতুল বিদার দিনেও আল আকসায় ইসরায়েলের হামলা

প্রকাশিত: ১৯:৩৫, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জুমাতুল বিদার দিনেও আল আকসায় ইসরায়েলের হামলা

পবিত্র রমজানের শেষ জুমায় উপচেপড়া ভিড় ছিল মুসলিমদের প্রথম কা’বা আল আকসায়। নিরীহ ফিলিস্তিনিদের ওপর এদিনও তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। রমজানের শুরু থেকেই চলছে ইসরায়েলের এই বর্বর হামলা। এর আগের হামলায় আহত হয় অনেক নিরীহ ফিলিস্তিনি। আবার নতুন করে রমজানের শেষ জুমায় ইসলায়ের বাহিনী অভিযান চালালে ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রমজানের শেষ শুক্রবার (২৯ এপ্রিল) জুমার দিন তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট শাখা জানিয়েছে, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ করলে তাদের প্রতিহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।
 
এ নিয়ে গত দুই সপ্তাহে আল আকসায় হামলার ঘটনায় তিনশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলি বাহিনীর এ আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও কোনো প্রতিক্রিয়া নেই দেশটির সেনাদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2