• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মারিউপোলের স্টিল কারখানায় রুদ্ধশ্বাস অভিযান, ১০০ বেসামরিক নাগরিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ২ মে ২০২২

আপডেট: ০৯:৫৯, ২ মে ২০২২

ফন্ট সাইজ
মারিউপোলের স্টিল কারখানায় রুদ্ধশ্বাস অভিযান, ১০০ বেসামরিক নাগরিক উদ্ধার

ছবি-গার্ডিয়ান

প্রায় দুই মাস ধরে ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবরুদ্ধদের একাংশ বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, উদ্ধারকৃতদের অনেকে মস্কো নিয়ন্ত্রিত গ্রামে ফিরে গেছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উদ্ধার হওয়া বড় একটি দল ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝজিয়ার দিকে গেছেন। 

রবিবার টুইট বার্তায় জেলেনস্কি এই দাবি করেন। তিনি বলেন, প্রথম ১০০ জন বেসামরিক আমাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় গেছেন। সোমবার জাপোরিঝজিয়ায় তাদের সঙ্গে দেখা হবে। আমাদের দলের প্রতি কৃতজ্ঞ। অন্যান্য বেসামরিক লোকদের সরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে কাজ করছে তারা।

শনিবার সকালেই উদ্ধার অভিযানে দলটি ঘটনাস্থলে পৌঁছায়। আজভস্টল স্টিল কারখানা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, শনিবার নাগরিকদের সরিয়ে নিতে একটি নিরাপদ অভিযান শুরু হয়। এতে যোগ দেয় রেড ক্রিসেন্টও। কতজনকে বের করা সম্ভব হয়েছে তার বিবরণ দেয়নি জাতিসংঘ। এতে নিরাপদ উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, স্টিল কারখানার ধ্বংস্তূপের মধ্য দিয়ে বের হন অনেকে। এদের অনেককে বাসে উঠতে দেখা যায়।

এক নারী জানান, তিনি ছয় মাসের শিশুসহ প্রায় দুই মাস ধরে সেখানে আটকা থাকেন। আরেক বৃদ্ধা বলেন, তাদের খাবার ফুরিয়ে যায়। 

রবিবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তার সদস্য ডেনিস শ্লেহা রয়টার্সকে জানান, `স্টিল কারখানার বাঙ্কারে এখনও অনেকে আছেন। সবাইকে বের করতে হলে আরও দুটি উদ্ধার অভিযানের প্রয়োজন'। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ, 'রবিবার সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর স্টিল কারখানায় আবারও গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী'।

ইউক্রেনে অভিযানের শুরুর দিকেই মারিউপোল শহরে দ্রুত প্রবেশ করতে সক্ষম হয় রুশ বাহিনী। তীব্র বোমাবর্ষণের মধ্য দিয়ে মারিউপোলের বেশির ভাগ জায়গায় নিয়ন্ত্রণে নেয় তারা। তবে শুরু থেকেই প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনীয় যোদ্ধারা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2