• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রুডো বললেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক (ভিডিও)

প্রকাশিত: ১৬:৫২, ২ মে ২০২২

ফন্ট সাইজ
ট্রুডো বললেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক (ভিডিও)

রমজানের শুরুতে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।পবিত্র ঈদ উপলক্ষে দেয়া এক ভিডিওবার্তার শুরুতেই তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেয়ার পর তামাম দুনিয়ার মুসলিমদের উদ্দেশে বলেন ‘ঈদ মোবারক’।

সোমবার (২ মে) ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান কানাডীয় প্রধানমন্ত্রী। 

ঈদুল ফিতর উপলক্ষে দেয়া ট্রুডোর এই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে তিনি বলেছেন, ‘মুসলিমদের প্রতি আমার উষ্ণতম শুভেচ্ছা যারা এক মাসের রোজা পালন শেষে ঈদুল ফিতর উদযাপন করছেন। আশা করছি, মাসব্যাপী ইবাদত ও উপবাসের পর এ সময়টিতে আপনারা ঈদের আনন্দ সবাইকে নিয়ে ‍উপভোগ করতে সক্ষম হবেন।’

জাস্টিন ট্রুডো বরাবরই সমাজ, সামাজিকতা ও মানবতার পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রশিংসত হয়ে আসছেন। মুসলিমদের প্রতি তার মানবতাবোধ সবসময়ই উল্লেখ করার মতো।

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2