দ্রুতই রাশিয়া থেকে তেল-গ্যাস নেয়া বন্ধ করবে জার্মানি

দ্রুতই রাশিয়ার তেল ও গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসবে জার্মানি। জার্মানির অর্থ ও পরিবেশমন্ত্রী হাবেক জানিয়েছেন, এই গরমকাল শেষ হওয়ার আগেই রাশিয়ার ওপর থেকে তেল ও গ্যাস নিয়ে নির্ভরতা পুরোপুরি কাটিয়ে উঠবে। এখনই তারা আগের তুলনায় অনেক কম তেল ও গ্যাস আমদানি করছেন। জার্মানি আর তেল ও গ্যাস নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেলের শিকার হতে চায় না। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ খবর প্রকাশ করেছে।
রবিবার (১ মে) মন্ত্রী টুইট করে বলেছেন, তাদের এই লক্ষ্য একেবারেই বাস্তবসম্মত।হাবেকের দাবি, যৌথ চেষ্টার ফলে এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর জার্মানি আর নির্ভরশীল থাকবে না।
এক বিবৃতিতে হাবেক বলেছেন, ইতোমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ ১২ শতাংশ, কয়লা আট শতাংশ ও প্রাকৃতিক গ্যাস আমদানির হার ৩৫ শতাংশ কম করেছেন।
তবে জার্মানির সেন্ট্রাল ব্যাংক ‘ডাচেস বুন্দেস ব্যাংক’ জানিয়েছে, এভাবে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করে দিলে মুদ্রাস্ফীতি বাড়বে। তার প্রভাব শিল্পক্ষেত্রে পড়বে। অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, তারা আগস্টের পর রাশিয়া থেকে কয়লা আমদানি করবে না। তারা রাশিয়া থেকে তেল কেনা নিয়েও নিষেধাজ্ঞা জারি করতে পারে।
বিভি/এজেড
মন্তব্য করুন: