• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালেন মোদি-মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ৩ মে ২০২২

ফন্ট সাইজ
ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালেন মোদি-মমতা

মোদি-মমতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২ মে) এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে রাষ্ট্রপতি ভবনের টুইটে বলা হয়, সকল দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক! পবিত্র রমজান মাসের পর পালিত এই উৎসবটি সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার একটি পবিত্র উপলক্ষ। এই পবিত্র উৎসবে, আসুন আমরা সবাই মানবতার সেবা এবং দরিদ্রদের জীবন উন্নত করার অঙ্গীকার করি।

এদিকে ঈদের শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বলেন, ঈদ মোবারক! সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রার্থনা করি যেন আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2