• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ৪ মে ২০২২

ফন্ট সাইজ
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সতর্ক

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল-ছবি আল জাজিরা।

যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক প্রতিবেশীর ওপর কূটনৈতিক চাপ বাড়াতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এবারে পিয়ংইয়ং দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সপ্তাহখানেক আগে পারমাণবিক শক্তিকে ‘দ্রুততম গতিতে’ আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বুধবার (৪ মে) স্থানীয় সময় দুপুরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর পিয়ংইয়ং। খবর আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১২টা ০৩ মিনিটে উৎক্ষেপণটি শনাক্ত করেছে। জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের খবর জানিয়ে বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় ৪৭০ কিলোমিটার উড়েছিল।

পিয়ংইয়ং গত মাসে ২০১৭ সালের পর তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এতে করে আঞ্চলিক প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে জেসিএস বলেছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির একটি ‘স্পষ্ট’ লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপ ও তার বাইরে শান্তির জন্য ‘গুরুতর হুমকি’।

গত সপ্তাহে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে দেশটির পারমাণবিক অস্ত্রাগারের উন্নয়ন ত্বরান্বিত করবেন বলে ঘোষণা দেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2