• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরায়েলের কাছে ‘ক্ষমা’ চেয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৬ মে ২০২২

আপডেট: ১১:৫১, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
ইসরায়েলের কাছে ‘ক্ষমা’ চেয়েছেন পুতিন

নাফতালি বেনেট ও ভ্লাদিমির পুতিন

নাৎসি নেতা হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন মন্তব্যের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহ্স্পতিবার ফোন দেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ফোনালাপের পর ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ ক্ষমা চাওয়ার কথা জানানো হয়েছে। তবে পুতিনের ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তা গ্রহণ করেছেন। এতে আরও বলা হয়, ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তাঁর মনোভাব পরিষ্কার করার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন নাফতালি বেনেট।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান রাশিয়ার বরাত দিয়ে জানিয়েছে, পুতিন ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলেছেন, ইউক্রেন যেন আজভস্টালে আটকে থাকা তাদের সেনাদের নির্দেশ দেয়, অস্ত্র ফেলে দিয়ে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। 

রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীকে পুতিন আশ্বস্ত করেছেন, আজভস্টাল স্টিল কারখানায় আটকে থাকা বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে প্রস্তুত আছে রাশিয়া।

উল্লেখ্য, গত রবিবার ইতালির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- যেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি হচ্ছেন একজন ইহুদি। জবাবে ল্যাভরভ বলেন, ‘এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না।’ 

তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে, সবচেয়ে গোড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।’

ল্যাভরভের এ বক্তব্যে ইসরায়েলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিদ এর নিন্দা করে ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2