• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিপাইনে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট 

প্রকাশিত: ১৫:৪৪, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
ফিলিপাইনে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট 

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিপাইনের জনগন। স্থানীয় সময় সোমবার (৯ মে) সকাল থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ কার্যক্রম। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল এই নির্বাচনের ফলে ফিলিপাইনের ক্ষমতায় আসতে পারে মার্কোস পরিবার। বিভিন্ন জনমত জরিপ বলছে, ফের্দিনান্দ মার্কোস ও  সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র জয়ের অনেকটাই এগিয়ে। 
অপরদিকে লেনি রেব্রেদো কোর্স জুনিয়েরের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন যিনি ২০১৬ সালের নির্বাচনে মার্কোসকে হারিয়েছিলেন। 

ফিলিপাইনের নির্বাচন কমিশনার জর্জ গার্সিয়া গণমাধ্যমকে বলেন, এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের মাধ্যম ফিলিপাইন্সরা তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ভোট কেন্দ্রগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা মহামারী পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করছি। তাই আমরা কেন্দ্রগুলোতে ভোটারদের বেশি উপস্থিতি প্রত্যাশা করছি।’
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2