• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাব্যগ্রন্থ লিখে ভারতীয় বাংলা একাডেমি পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি

প্রকাশিত: ১১:০৯, ১০ মে ২০২২

আপডেট: ১১:১০, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
কাব্যগ্রন্থ লিখে ভারতীয় বাংলা একাডেমি পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি

ভারতীয় বাংলা একাডেমি (বাংলা আকাদেমি) পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  যারা সাহিত্য জগতে বিশেষ অবদান রাখেন তাদেরই এই পুরস্কার দেওয়া হবে ভারতীয় বাংলা একাডেমি থেকে। ভারতীয় অবশ্য বাংলা একাডেমিকে ‘বাংলা আকাদেমি’ নামে সম্বোধন করে। এ বছর থেকে চালু হওয়া তিন বছর পর পর এই পুরস্কার দেয়া হয়।

তবে এবছর আলোচনায় এসেছেন মমতা ব্যানার্জি। সাহিত্যচর্চায় অসামান্য অবদানের জন্য এ বছর প্রথম এই সম্মান তুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এই খবর নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, প্রতি ৩ বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। প্রথম বছর 'কবিতাবিতান' কাব্যগ্রন্থের জন্য, এই পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সাহিত্যিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার রবীন্দ্রস্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিনহা, লেখিকা ফ্রাঁসো ভট্টাচার্যর হাতে। ফ্রাঁসো ভট্টাচার্য এখন প্যারিসে থাকেন। তাঁর হয়ে পুরষ্কার গ্রহণ করেন তার বোন।

সোমবার রবীন্দ্র জয়ন্তীতে ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের 'কবি প্রণাম' অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2