• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেনা কর্মকর্তাদের ফোন নম্বর ‘ব্লক’ করে রেখেছেন ইমরান খান

প্রকাশিত: ১৪:০০, ১৪ মে ২০২২

আপডেট: ১৪:১৯, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
সেনা কর্মকর্তাদের ফোন নম্বর ‘ব্লক’ করে রেখেছেন ইমরান খান

ইমরান খানকে উদ্ধৃত করে জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানের সাথে যেসব সেনা কর্মকর্তা যোগাযোগ করতে চেষ্টা করছেন তাদের ফোনে নাম্বার ব্লক রেখেছেন তিনি। শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পাকিস্তানের সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, এখনো অনেক সেনা কর্মকর্তা তার সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তাই তাদের নাম্বার ব্লক করে রেখেছেন তিনি। পাকিস্তানে নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তিনি করো সাথে কথা বলবেন না। 

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, যেহেতু তারা দেশের মঙ্গল চায়না, এই লোকগুলোকে ক্ষমতায় রাখার চেয়ে দেশের ওপর পারমাণবিক বোমা ফেলাই ভালো।

তিনি বলেন, ক্ষমতার শেষ দিন পর্যন্ত সেবাবাহিনীর সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু দুটি বিষয়ে মতপার্থক্য ছিল। 

এক. উসমান বুজদারকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করতে শক্তিশালী একটি মহলের চাপ ছিল। দুই. লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ ইস্যু।

আফগানিস্তান পরিস্থিতি এবং তৎকালীন বিরোধীদের ‘পটভূমির’কারণে আগামী শীতকাল পর্যন্ত জেনারেল ফয়েজ হামিদ সেনা কর্মকর্তা পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা প্রধান (আইএসআই) হিসেবে দায়িত্ব পালন করুক এমনটাই চেয়েছিলেন ইমরান খান, কিন্তু তাতে পাকিস্তানের সেনাপ্রধান সম্মত ছিলেন না। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2