রাশিয়ায় সেনা অভ্যূত্থানের সম্ভাবনা !

ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যূত করতে সেনা অভ্যূত্থান প্রক্রিয়া চলমান। কোন ভাবেই এই অভ্যুত্থান ঠেকানো যাবে না বলেও দাবি এই জেনারেলের। খবর স্কাই নিউজের।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সরসারি সাক্ষাৎকারে জেনারেল কিরিলো বুদানভ বলেন, সেনা অভ্যূত্থানের প্রক্রিয়া শুরু হয়ে তা পরিকল্পনা মাফিক চলছে। কোনো প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে না এমন দাবি করে তিনি বলেন, আমরা আমাদের রাস্তায় এগিয়ে যাচ্ছি, আমাদের রোখা সম্ভব নয়।
তিনি বলেন, চলতি বছর আগষ্টে যুদ্ধ একটি নতুন মোড় নিবে। ইউরোপ রাশিয়ার আগ্রাসনকে বড় ধরনের একটি হুমকি হিসাবে দেখে। কিন্তু আমরা রাশিয়ার সাথে দীর্ঘ আট বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি। আমরা বলতে পারি, জনমুখে রাশিয়ান ক্ষমতা একটি জনশ্রুতি মাত্র।
তিনি আরও বলেন, পুতিন শারীরিক ও মানসিকভাবে নানান সমস্যায় ভূগছেন। পুতিন ক্যান্সারের রোগী বলেও জানান এই জেনারেল।
এদিকে, প্রথমবারের মতো ইউক্রেনে এক রুশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। শুক্রবার এই বিচার শুরু হয়। এরই মধ্যে কিয়েভে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এই যুদ্ধে রাশিয়ার পরাজয় নিশ্চিত। এদিকে বৈশ্বিক সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের প্রায় তৃতীয় মাস পর প্রথমবারের মতো মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। বিবিসি শুক্রবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর আগে ১৮ ফেব্রুয়ারি তারা শেষবার কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। পেন্টাগনের জারি করা একটি বিবৃতি অনুযায়ী, শোইগুয়ের সঙ্গে আলাপকালে অস্টিন ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং যোগাযোগের বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এর আগে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে কথা বলেন অস্ট্রিন।
এক বিবৃতিতে ওয়ালেস বলেন, তারা ‘একতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার এবং রাশিয়ার অপ্রীতিকর আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনকে যা প্রয়োজন তা দেওয়ার জন্য সংকল্পবদ্ধ’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: