• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার হামলায় ১৩ জন নিহত 

প্রকাশিত: ১৬:০৭, ২০ মে ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার হামলায় ১৩ জন নিহত 

সংগৃহীত

ইউক্রেনের লুহানস্কে রাশিয়ান বাহিনীর হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) আল জাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই টেলিগ্রাম বার্তায় বলেন, রাশিয়া হামলায় সেভেরোদোনেতস্ক ও গিরস্কে  ১৩ জনের প্রান হানি হয়েছে।  রুশ সেনারা ঔ অঞ্চলে ৬০ টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস করেছে। তোশকিভকা এলাকায় সংঘর্ষ চলমান থাকায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা সম্ভব নয়। 

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কর্মীরা বলছেন,  রাশিয়ান সেনাদের অভিযান সেভেরোদোনেতস্কে সর্বশেষ হামলা ব্যর্থ হওয়ায় রুশ সেনারা পিছু হটেছে। 
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। রাশিয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ২৩২ জন শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন ৪২৭ জন শিশু।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2