• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বপ্নে বারবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার তান্ত্রিক

প্রকাশিত: ১৫:০২, ২২ মে ২০২২

আপডেট: ১৫:০৭, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
স্বপ্নে বারবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার তান্ত্রিক

অবাক করা বিষয়, এক নারীকে নাকি বারবার স্বপ্নে ধর্ষণ করছেন এক তান্ত্রিক। এমন অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। অবিশ্বাস্য হলে ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গবাদ জেলার কুডওয়া থানা এলাকায়। 

ভারতীয় গণমাধ্যম আজকাল.ইন এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায় এক মহিলার ছেলে অসুস্থ হলে প্রশান্ত চতুর্বেদী নামে এক তান্ত্রিকের কাছে যান ঔ মহিলা। তান্ত্রিক মহিলার ছেলেকে ঝাঁড়ফুক করে কিছু নিয়ম কানুন বাতলে দেন। 


কিন্তু তান্ত্রিকের চিকিৎসায় কোন কাজ হয়নি। ১৫ দিন পর মহিলার ছেলে মারা যায়। পরে মহিলা তান্ত্রিকের কাছ তার ছেলের মারা যাওয়ার কারন জানতে চান। মহিলার অভিযোগ, ঔদিনই তান্ত্রিক তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু কোনো ভাবে তিনি রক্ষা পান। 


কিন্তু মহিলার অভিযোগ ঔই ঘটনার পর থেকেই তান্ত্রিক তাকে স্বপ্নে নিয়মিত ধর্ষণ করেন। এই মর্মে তিনি পুলিশে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তান্ত্রিককে খুঁজে বের করে। 
জিজ্ঞাসাবাদে তান্ত্রিক মহিলাকে চেনেন না বলে জানায়। পরে উপযুক্ত প্রমান না থাকায় ঔই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়। 
সুত্র: আজকাল.ইন 

আরও পড়ুন:

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2