আটক হতে পারেন ইমরান খান

ইমরান খানের ডাকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছে তেহরিক-ই-ইনসাফ পিটিআই ‘র সমর্থকরা। লংমার্চ ঠেকাতে আগে থেকেই ইসলামাবাদে বহু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রাখা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে পুলিশ ও পিটিআই’র মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে, গ্রেফতার করা হয়েছে অনেক সমর্থককে। এবার ইমরান এবং তার সহযোগীদের গ্রেফতারের পরিকল্পনা করছে সরকার।
জিও নিউজ বলছে, ইমরান খানের সর্ববৃহৎ জমায়েতের যে পরিকল্পনা তা ঠেকানোর জন্য তাকে আটকের পরিকল্পনা রয়েছে সরকারের। জিও নিউজ আটকের বিষয়টি পাকিস্তানের শীর্ষস্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে উল্লেখ করেছে।
লংমার্চ ব্যর্থ করতে ইসলামাবাদ, লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে সরকার। রাজধানীতে আসার প্রধান সড়ক গুলোতে বেরিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে, পিটিআই সমর্থকরা অনেক জায়গায় অবরোধ ভেঙ্গে সমাবেশ স্থলে আসার চেষ্টা করলে পুলিশ টিয়ারশ্যাল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
বিভি/এসআই
মন্তব্য করুন: