• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

প্রকাশিত: ০৯:২৫, ২ জুন ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের আক্রমণ থামছেই না। টেক্সাসের স্কুলে ২১ জনের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বাফেলোতো সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে মারা যায় ১০ জন। আর আজ বৃহস্পতিবার (২ জুন) ওকলাহামায় এক হাসপাতালে হামলা করেছে এক বন্দুকধারী।

ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ সদস্যরা। সেই সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়েএক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।  

তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস বলেন, পুলিশের সে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছিল তারা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনেছিলেন। অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত। 

জোনাথন ব্রুকস আরও বলেন, পুলিশ হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে এই ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2