ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস একথা জানায়।
রবিবার তাস-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভকে নতুন অস্ত্র প্রদানের উদ্দেশ্য হলো সংঘাতকে টেনে নেওয়া। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে রাশিয়া ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নেবে এবং নিজস্ব অস্ত্র ব্যবহার করে নতুন লক্ষ্যস্থলে আঘাত হানবে।
পুতিন আরো বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র-এমএলআরএস সরবরাহে তেমন কিছুরই পরিবর্তন করবে না। কারণ কিয়েভে এর আগেও একই রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছিলো। এতে তারা কেবল তাদের ক্ষতিপূরণ করবে। সূত্র: সিএনএন
বিভি/এমআর
মন্তব্য করুন: