• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাম্পের বিরুদ্ধে `অভ্যুত্থান চেষ্টা`র অভিযোগ

প্রকাশিত: ১৫:১১, ১০ জুন ২০২২

আপডেট: ১৫:১২, ১০ জুন ২০২২

ফন্ট সাইজ
ট্রাম্পের বিরুদ্ধে `অভ্যুত্থান চেষ্টা`র অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 'অভ্যুত্থান চেষ্টা' অভিযোগ উঠেছে। রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনির বক্তব্য অনুযায়ী ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গার ‘আগুনে ঘি ঢেলেছিলেন’। খবর: বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালিয়েছিলো ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল।

এ ঘটনায় প্রায় এক বছর তদন্ত করা হয়। এরপর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কার্যক্রম শুরু করে। সেখা ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের সাক্ষাতকারের ভিডিও ক্লিপ দেখানো হয়।

কমিটির সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার যে সাক্ষ্য দিয়েছেন তাতে তিনি বলেছেন ‘আমরা এমন বিশ্বে বাস করতে পারি না যেখানে ক্ষমতায় থাকা প্রশাসন তাদের মতের ভিত্তিতেই ক্ষমতায় থাকবে।’

শুনানিতে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সাক্ষ্যও দেখানো হয়। সেখানে তিনিও তার বাবার 'ষড়যন্ত্র তত্ত্ব' সম্পর্কে মিস্টার বারের মতামত গ্রহণ করে নেন।

মিসিসিপির আইন প্রণেতা ও কমিটির চেয়ারম্যান মিস্টার থম্পসন শুনানিতে বলেছেন, ‘৬ জানুয়ারি সহিংসতা কোন দুর্ঘটনা ছিল না। এটা ছিল মিস্টার ট্রাম্পের শেষ চেষ্টা। ছিল একটি অভ্যুত্থানের সর্বোচ্চ চেষ্টা। সরকার উৎখাতের একটি নির্লজ্জ চেষ্টা।’

সেদিনের ঘটনা নিয়ে লিজ চেনি আরও বলেন, ‘যারা ক্যাপিটল হিলে আগ্রাসন চালিয়েছিল ও ঘণ্টার পর ঘণ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে লড়াই করেছিল, তাদের উদ্বুদ্ধ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বলে দাঙ্গাকারীদের উদ্বুদ্ধ করেছিলেন যে, নির্বাচনে চুরি হয়েছে এবং তিনিই বৈধ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প হাঙ্গামাকারীদের ডেকেছেন, জমায়েত করেছেন এবং হামলায় আগুনে ঘি ঢেলেছেন।’

সে হামলায় প্রথম আহত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ক্যারোলিন এডওয়ার্ডস। তিনি নিজ স্বাক্ষ্যে বলেন, জ্ঞান হারানোর আগেও দাঙ্গাকারীরা তাকে ‘বিশ্বাসঘাতক ও কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছে।

ক্যাপিটল হিলের দাঙ্গায় প্রায় একশ পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন, যার মধ্যে চার জন পরে আত্মহত্যা করেন।

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে নভেম্বরের ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেস ও সেনেটে নিয়ন্ত্রণ হারাতে পারে।

সোমবার এ ব্যাপারে আবার শুনানি অনুষ্ঠিত হবে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2