রাশিয়ার ভাড়াটে সেনাদের ঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ২২

রাশিয়ার দখলে থাকা একটি শহরে ভাড়াটে সৈন্যদের দল 'দ্য ওয়াগনার গ্রুপ' বাস করে। সেখানে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এ ঘটনায় ২২ জন নিহত হয়েছে। লুহানস্কের গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউজউইক।
নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে এক বিল্ডিংয়ে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, গভর্নর সের্গেই হাইদাই দাবি করেন, রাশিয়ার দখল করা পূর্ব ইউক্রেনের কাদিভকায় স্টেডিয়ামে থাকা ওয়াগনার গ্রুপের ঘাঁটিতে শুক্রবার হামলা করে ইউক্রেন।
হাইদাই শুক্রবার টুইটারে এক পোস্ট শেয়ার করে বলেন, ‘দখলকৃত লুহানস্ক অঞ্চলে ওয়াগনারের ঘাঁটি ধ্বংস হয়েছে, মাত্র একজন বর্ণবাদী বেঁচে গেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।
বিভি/এনএ
মন্তব্য করুন: