• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শূন্যের কোঠায় রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক

প্রকাশিত: ১৬:২৯, ১৬ জুন ২০২২

আপডেট: ১৬:৪৯, ১৬ জুন ২০২২

ফন্ট সাইজ
শূন্যের কোঠায় রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর: বার্তা সংস্থা আরআইএকে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমটিকে পেশকভ বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে কৌশলগত পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে হবে। কিন্তু মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কার্যত এ ব্যাপারে কোনো সংলাপ হয়নি। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর টানা ১১৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2