ইলন মাস্কের নাম নিজের নামের সঙ্গে রাখতে চান না তার সন্তান

ইলন মাস্ক এবং তার ‘কন্যা’ জাভিয়ের আলেক্সান্ডার। ছবি: সংগৃহীত
মার্কিন ধনকুবের ইলন মাস্কের এক সন্তান তৃতীয় লিঙ্গের। নতুন লিঙ্গ পরিচয়ের সঙ্গে মিল রেখে তিনি তার নাম পরিবর্তনের আবেদন করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমি আর আমার বাবার সঙ্গে থাকি না। আমি চাই না তার পরিচয় কোনোভাবে আমার নামের সঙ্গে থাকুক।’ ইলন মাস্কের ওই সন্তানের নাম জাভিয়ের আলেক্সান্ডার মাস্ক। খবর: রয়টার্স।
গত এপ্রিলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা মোনিকা শহরের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জাভিয়ের আলেক্সান্ডার।
আদালতে দাখিল করা নথি অনুযায়ী, সম্প্রতি ১৮ বছর পূর্ণ করেছেন জাভিয়ের আলেক্সান্ডার। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে তার। আবেদনে বলেন, নারী হিসেবে পরিচিত হতে চান তিনি। এজন্য নতুন একটি নাম দরকার তার।
জাভিয়ের আলেক্সান্ডার মাস্কের মা জাস্টিন উইলসন ইলন মাস্কের তৃতীয় স্ত্রী। ২০০০ সালে বিয়ের পর ২০০৮ সালে ইলন মাস্কের সঙ্গে জাস্টিনের বিবাহবিচ্ছেদ হয়।
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ২০২০ সালের একটি টুইটে ইলন মাস্ক লিখেছিলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষদের আমি পুরোপুরি সমর্থন করি। কিন্তু এসব সর্বনাম নান্দনিক দুঃস্বপ্ন।’
বিভি/এনএ
মন্তব্য করুন: