ইইউর প্রার্থিতা পেলো ইউক্রেন

ইউক্রেন ও মলদোভাকে ইইউর সদস্যপদ পেতে ‘আনুষ্ঠানিক প্রার্থী' করার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এখন আর কয়েক বছর লাগতে পারে পূর্ণ সদস্য হতে। এজন্য দেশ দুটিকে কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছাতে হবে। খবর: ডয়চে ভেলে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর চার দিনের মাথায় ইইউর সদস্য হতে আবেদন করে ইউক্রেন৷ বৃহস্পতিবার (২৪ জুন) ইইউর ২৭টি সদস্যরাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনার পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল এই ঘোষণা দেন৷
ইউক্রেনের আবেদনের পর ইইউর পক্ষ থেকে ইউক্রেনকে একটি প্রশ্নমালা দেওয়া হয়েছিল৷ ইউক্রেন তার যে উত্তর দিয়েছে তা গত সপ্তাহে অনুমোদন করেছিল ইউরোপীয় কমিশন৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর সিদ্ধান্তকে ‘অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত’ বলে স্বাগত জানিয়েছেন৷
মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্ডু এই সিদ্ধান্ত ‘মলদোভা ও তার নাগরিকদের প্রতি শক্ত সমর্থনের সংকেত' বলে আখ্যায়িত করেছেন৷
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ টুইট করে দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন৷
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, তিনি নিশ্চিত যে ইউক্রেন ও মলদোভা দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে৷ ‘‘আমি নিশ্চিত আমাদের সিদ্ধান্ত আমাদের সবাইকে শক্তিশালী করবে,’’ বলেন তিনি৷
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন৷
বিভি/এনএ
মন্তব্য করুন: