• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনে ৮০ জন পোল্যান্ডের যোদ্ধাকে হত্যা করেছে রুশ বাহিনী

প্রকাশিত: ১৭:২৪, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনে ৮০ জন পোল্যান্ডের যোদ্ধাকে হত্যা করেছে রুশ বাহিনী

পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী ৮০ জনের বেশি পোলিশ যোদ্ধাকে হত্যা করেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, দোনেতস্ক অঞ্চলে কনস্তানতিনোভকার মেগাটেক্স জিঙ্ক কারখানায় ৮০ জন পোলিশ ভাড়াটে সেনা, ২০টি সাঁজোয়া যুদ্ধযান এবং আটটি গ্র্যাড একাধিক রকেট লঞ্চার ছিল। সেগুলো ধ্বংস করা হয়েছে।’

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে উত্তরে সীমান্তবর্তী অঞ্চল চেরনিহিভে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড ফেসবুকে লিখেছেন, ‘স্থানীয় সময় সকাল ৫টা নাগাদ চেরনিহিভ অঞ্চলে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বেলারুশ থেকে এবং আকাশ থেকে দেশনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2