• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনের শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৮

প্রকাশিত: ০৮:২৩, ২৮ জুন ২০২২

আপডেট: ১৫:১৯, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৮

ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে। একে যুদ্ধাপরাধের সাথে তুলনা করে যৌথ বিবৃতি দিয়েছে শক্তিধর দেশগুলোর সংগঠন জি-সেভেন।

স্থানীয় সময় সোমবার (২৭ জুন) দুপুরে ইউক্রেনের মধ্যাঞ্চলে অবস্থিত দেশটির সবচে' বড় শিল্পনগরী ক্রেমেনচুকের একটি শপিং সেন্টারে হামলা হয়। 

ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার বোমারু বিমান থেকে শপিং সেন্টারে লক্ষ্য করে কে এইচ-টোয়ান্টি টু ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ফায়ার সার্ভিসের সাতান্নটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও ভেতরে থাকা অনেকের খোঁজ পাওয়া যায়নি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার সময় ওই শপিং সেন্টারের ভেতরে ১ হাজারের মতো মানুষ ছিলো। একে, ইউরোপের ইতিহাসে চরম নির্লজ্জ কর্মকাণ্ড বলেছেন তিনি। এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ বলেছেন শহরের গভর্নর দিমিত্রো লুনিন। 

জাতিসংঘ এ হামরার নিন্দা জানিয়েছে। এছাড়া, জার্মানিতে জি-সেভেন সম্মেলন থেকে যৌথ বিবৃতি দিয়ে হামলার নিন্দা জানিয়েছেন জোটের নেতারা। যতদিন লাগবে ততোদিন ইউক্রেনের জন্য আর্থিক, মানবিক ও অস্ত্র সহায়তা দেয়ার অঙ্গীকার করেছেন তারা। সূত্র: আল জাজিরা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2