জাতির কাছে নূপুরের ক্ষমা চাওয়া উচিত: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সর্বোচ্চ আদালত বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে নূপুর শর্মার মন্তব্য ঘিরে দেশটিতে এখন যা ঘটছে, এজন্য তিনি ‘একাই দায়ী’। পূরো জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। নূপুর শর্মার করা এক পিটিশনের শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার (১ জুলাই) এই মন্তব্য করেছেন ।
বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যেভাবে তিনি কথাগুলো বলেছেন তাও দেখেছি। তিনি নিজে একজন আইনজীবী হয়ে যা করেছেন তা লজ্জার। তার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’
ক্ষমতাসীন বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সেখানে তার আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
এই নিয়ে বিচারপতি বলেন, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, নাকি তিনিই নিরাপত্তার জন্য ‘হুমকি’ হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পেছনেএকা এই নারী দায়ী।’
বিভি/এনএ
মন্তব্য করুন: