• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনকে এক বিলিয়ন ইউরো দিতে চায় নরওয়ে

প্রকাশিত: ১৫:৪৪, ২ জুলাই ২০২২

আপডেট: ১৮:১২, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনকে এক বিলিয়ন ইউরো দিতে চায় নরওয়ে

রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষা এবং পুনর্গঠনে সহায়তার জন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এক বিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। শুক্রবার (০১ জুলাই) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই অর্থ সহায়তার ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের। খবর: রয়টার্স।

জোনাস গাহর স্টোয়ের বলেন, আমি বলতে চাই, ইউক্রেনের লড়াই শুধু ইউক্রেনের নয়। এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সংক্রান্ত যা আমরা আমাদের শিশুদের জন্য রেখে যাচ্ছি। এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত। এটি আপনার প্রতিবেশীর নিয়তি সংক্রান্ত।’

তিনি বলেন, ‘ইউক্রেনের লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে চায় নরওয়ে। আমরা ২০২২ সালের অবশিষ্ট অংশ এবং ২০২৩ সালের জন্য আপনাদের দেশ এবং জনগণকে সহায়তার জন্য এক বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দেবো।’

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিজেকে রক্ষা করার অধিকার আপনাদের রয়েছে। আমাদেরও অধিকার রয়েছে আপনাদের আত্মরক্ষায় সাহায্য করার।’

নরওয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বাড়াতে ইচ্ছুক কিনা জানতে চাইলে স্টোয়ার বলেন, ‘ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্যাস উৎপাদন করা হচ্ছে। গ্যাস সরবরাহের জন্য যা যা করা সম্ভব সেটি তার দেশ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ বজায় রাখা দরকার যাতে যুদ্ধের অবসান হয়।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2