খাওয়ার কারণে বিশ্ববিখ্যাত জোয়ি চেস্টনাট, মিকি সুডো

বিশ্বে কয়েক কোটি মানুষ তিন বেলা খেতে পায় না। কিন্তু শুধু বেশি খেতে পারে বলেই বিশ্ববিখ্যাত হয়েছেন জোয়ি চেস্টনাট এবং মিকি সুডো। কেবল খাওয়ার কারণে তারা দুজন আজ বিশাল সুপারস্টার৷ তাদের খাওয়ার তথ্য নেওয়া হয়েছে ডয়চে ভেলে থেকে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ‘সেরা খাদক’
প্রতি বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নিউইয়র্কের কনি আইল্যান্ডে আয়োজন করা হয় ‘নাথান্স হট ডগ ইটিং কন্টেস্ট’৷ হট ডগ খাওয়ার অদ্ভুত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৯৭২ সালে৷ এ আয়োজনের ৫০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন জোয়ি চেস্টনাট৷
জোয়ির নতুন রেকর্ড
এবারের আসরের সেরা হতে ১০ মিনিটে মোট ৬৩টি হটডগ এবং ৬৩টি বান খেয়েছেন ৩৮ বছর বয়সি খাওয়া-দাওয়ার মেজর লিগের এই বিশ্বসেরা৷ এই নিয়ে ১৫ তম বারের মতো ‘নাথান্স হট ডগ ইটিং কন্টেস্ট’ জিতলেন তিনি৷ এটি নতুন রেকর্ড৷
জোয়ির হটডগ খাওয়ার বিশ্বরেকর্ড
২০০৭ সাল থেকে ‘নাথান্স হট ডগ ইটিং কন্টেস্ট’-কে একরকম নিজের প্রতিযোগিতাই বানিয়ে ফেলা জোয়ি একবার মোট ৭৬টি হটডগ খেয়ে সেরা হয়েছিলেন৷ তার ওই রেকর্ড এখনও ভাংতে পারেনি কেউ৷ ওপরের ছবিতে ২০২২ সালের ‘নাথান’স হট ডগ ইটিং কন্টেস্ট’ জেতার পর জোয়ির উচ্ছ্বাস৷
চিকেন উইংস খাওয়ার বিশ্বরেকর্ড
২০০৭ সালে পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় ৩০ মিনিটে মোট ১৮২টি লম্বাটে চিকেন উইংস খেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন৷ সেই রেকর্ড এখনও অটুট৷ ওপরের ছবিতে ‘নাথান্স হট ডগ ইটিং কন্টেস্ট’-এ দর্শকদের ভিড়৷
র্যাঙ্কিংয়ে সেরা
খাওয়া-দাওয়ার প্রতিযোগিতার র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা জোয়ি চেস্টারনাট৷ অনেকগুলো বিশ্বরেকর্ডও আছে তার দখলে৷
মেয়েদের সেরা
নাথান্স হট ডগ ইটিং কন্টেস্ট’-এ এবার মেয়েদের বিভাগে সেরা হয়েছেন মিকি সুডো৷
বিভি/এনএ
মন্তব্য করুন: