• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাগরিক অধিকার ভঙ্গের দায়ে পুলিশ কর্মকর্তার ২১ বছরের জেল

প্রকাশিত: ১১:৪০, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
নাগরিক অধিকার ভঙ্গের দায়ে পুলিশ কর্মকর্তার ২১ বছরের জেল

আদালতে ডেরেক শওভিন।

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক শওভিনকে নাগরিক অধিকার ভঙ্গ করার দায়ে ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরে তাকে হত্যা করে ডেরেক। ফ্লয়েডকে গ্রেপ্তার করার সময় তাকে ফুটপাথে ফেলে নয় মিনিটের বেশি সময় ধরে ধরে গলায় হাঁটু চেপে রেখেছিল শওভিন। এভাবে সে ফ্লয়েডের নাগরিক অধিকার খর্ব করে। সে দায়ে ২১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হলো।  খবর: ডয়চে ভেলে।

যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল ম্যাগনুসন এ রায় দিয়েছেন। জর্জ ফ্লয়েডকে মারা হয়েছিল ২০২০ সালের মে মাসে। ২১ বছরের নতুন কারাদণ্ডাদেশ দেওয়ার আগে ফ্লয়েডকে হত্যা করার জন্য শওভিনের ২২ বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে।

ফ্লয়েডকে হত্যার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ-বিরোধী 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন শুরু হয়। পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদ জানায় মানুষ।

শওভিন ছাড়াও মিনেপোলিসের তিনজন পুলিশ কর্মীও কর্তব্যে অবহেলার জন্য অভিযুক্ত হয়। ফ্লয়েডের চিকিৎসার প্রয়োজন তারা জেনেবুঝে উপেক্ষা করেছিল। তাদের ক্ষেত্রে এখনও শাস্তিঘোষণা করেনি আদালত।

যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল ম্যাগনুসন বলেছেন, ‘আমি এখনও জানি না, কেন শওভিন ওই কাজ করেছে। কারো গলায় হাঁটু চেপে ধরে রাখা অন্যায়। আর এভাবে ফ্লয়েডকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে! শওভিনের আচরণ মারাত্মক অপরাধ।’

শওভিন আদালতে বলেন, ‘ফ্লয়েডের পরিবারের কাছে সরাসরি ক্ষমা চাওয়া হয়নি আমার! ফ্লয়েডের সন্তানরা যেন জীবনে সাফল্য পায়। তারা যেন ভালো মানুষ হয়ে ওঠে।’

শওভিনকে ফেডারেল জেলে থাকতে হবে। সেখানে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2