• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিনজো আবেকে বিদ্বেষ থেকে গুলি করে ইয়ামাগামি!

প্রকাশিত: ১৫:০৮, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
সিনজো আবেকে বিদ্বেষ থেকে গুলি করে ইয়ামাগামি!

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শুক্রবার (৮ জুলাই) সকালে গুলি করা হয়। জাপানের পশ্চিমাঞ্চলে নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। তার নাম তাৎসুইয়া ইয়ামাগামি। পুলিশ ধারণা করছে শিনবো আবের প্রতি তার ক্ষোভ ছিল খবর: বিবিসি।

শিনজো আবেকে পেছন থেকে গুলি করা হয়। জাপান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,  হামলাকারীর বয়স ৪১ বছর। জাপানের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী নৌবাহিনীর সাবেক সদস্য। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

তবে পুলিশ সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালানোর কারণ সম্পর্কে কিছু জানায়নি। গুলি করার পর বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। এ থেকে ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে।

জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2