গোটাবায়া পদত্যাগ করবেন, জানালেন স্পিকার

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। স্পিকার বলেছেন, ‘আগের ঘোষণামতে, প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। তাকে প্রেসিডেন্ট এ কথা জানিয়েছেন।’
গোটাবায়া ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এ অবস্থায় মঙ্গলবার (১২ জুলাই) রাতে দেশ ছেড়ে পালিয়ে যান গোটাবায়া। এর আগে তার পক্ষ থেকে বলা হয়েছিল, ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন।
মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে।
মঙ্গলবার রাতে গোটাবায়া একটি সামরিক উড়োজাহাজে করে মালদ্বীপে গেছেন বলে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা।
গণআন্দোলনের সময় শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি।
শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেফতারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোটাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: