জ্বালানি তেলের দাম কমে দাঁড়ালো ৯৮ ডলারে

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম বেশ কয়েক মাস পর প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমেছে। ব্যারেল প্রতি তেলের বর্তমান মূল্য ৯৮ ডলার।
গত বছর বিশ্বজুড়ে বিধিনিষেধ উঠে যাওয়ার পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। ২০২১ সালের নভেম্বরে দেশে তেলের দাম বৃদ্ধির সময় আন্তর্জাতিক বাজারে দাম ছিল প্রতি ব্যারেল প্রতি ৮০ ডলারের মতো।
এরপর যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দর ১০০ ডলার পেরিয়ে যায়। মহামারির তৃতীয় ঢেউ কাটিয়ে আর্থিক কর্মকাণ্ড চাঙা হওয়ার মুখেই ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্রেন্ট মুড তেলের দাম প্রতি ব্যারেল ১৩৯ ডলার ছাড়িয়ে যায়। পরে তা কমে ঘোরাফেরা করতে থাকে ১০৫-১১০ ডলারের মধ্যে।
বিশ্বব্যাপী চলমান মন্দায় মানুষের ক্রয়ক্ষমতা আরও ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে চাহিদা কমার আশঙ্কায় কমছে অপরিশোধিত তেলের দাম।
বিভি/এনএ
মন্তব্য করুন: