• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফের উহানে লকডাউন

প্রকাশিত: ১১:০৭, ২৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ফের উহানে লকডাউন

ফের লকডাউন চীনের উহান শহর। শহরের জিয়াংজিয়া এলাকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্তের পর লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। করোনা দমনে ‘জিরো নীতি’ অবলম্বন করায় গণ পরীক্ষা, কঠোর নিয়ম এবং লকডাউনের মতো পদক্ষেপ নিতে দেরি করছে না দেশটির সরকার। 

প্রতিবেদনে বলা হয়েছে, উহানে নিয়মিতই করোনার পরীক্ষা চালানো হয়। দুই জন রোগী নতুন করে সনাক্ত হওয়ায় লকডাউন ঘোষনা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধ করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। 

করোনাভাইরাসের তথ্য প্রদানকরা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী ভাইরাসজনিত এ রোগটিতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার  ৫৪৮ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2