থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন, নিহত ১৩, আহত ৪০

ছবি: ডব্লিউআইওএন
শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৪০ জন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
একজন পুলিশ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে রয়টার্স বলছে, ব্যাংককের দক্ষিণ-পূর্ব দিকে চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার মধ্যরাতে এই আগুন লাগে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার রাত ১ টায় চোনবুরি মাউন্ট বি নাইটস্পটে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ক্লাবে যারা ছিলেন তারা চিৎকার করে দ্বিগবিদিগ ছুটাছুটি করছে, তাদের অনেকের শরীরে আগুন লেগে ছিলো। পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে জানান, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।
বিভি/এসআই
মন্তব্য করুন: