সিরিয়ায় রকেট হামলায়, নিহত ১৪

সিরিয়ায় রকেট হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ তে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবের একটি বাজারে রকেট হামলা করা হয়।
গতকাল মৃতের সংখ্যা নয় জন বলে জানায় উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট। তারা মৃতের সংখ্যা বাড়ার ও সংকেত দিয়েছিল। হামলার ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে। সিরিয়ায় যুদ্ধা শুরু হওয়ার পর দেশটির আলেপ্পো প্রদেশের আল বাব এলাকাটির নিয়ন্ত্রণ নেয় তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা।
বিভি/এসআই
মন্তব্য করুন: