মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি, অতঃপর...

মাঝ আকাশে বিমান, হঠাৎ করেই দুই পাইলটের মধ্যে হাতাহাতি, ভাবা যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি। এমন একটি ঘটনা ঘটেছে ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে। দুই পাইলট একে অপরের নির্দেশ না মানায় কথা কাটাকাটি থেকেই হাতাহাতি।
হাতাহাতির এক পর্যায়ে বিমানের ককপিটের মধ্যে দুই পাইলট মারপিট শুরু করেন। এক পাইলট অপর জনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন।
পরে বিমানের ক্ররা ককপিটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্ররা যাত্রার বাঁকি সময় ককপিটেই থাকে।
এয়ার ফ্রান্সের এক মুখপাত্রের বরাতে আর্ন্তাজাতিক একাধিক গণমাধ্যম বলেছে, এই ঘটনার পর দুজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: