নাজিব রাজাকের স্ত্রীর ৩০ বছরের কারাদণ্ড, ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমা মনসুরকে কারাদন্ড দিয়েছেন মালয়েশিয়ার হাইকোর্ট, করা হয়েছে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা। তিনটি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হলো।
হাইকোর্ট জানিয়েছে, ২০১৬ সালে ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত (৬ কোটি ১০ লাখ ডলার) ঘুষ নেয়ার বিনিময়ে বিদ্যুৎ কোম্পানি জাপাক হোল্ডিংসকে ১২৫ কোটি রিঙ্গিতের সৌর বিদ্যুতের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার (নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর) বিরুদ্ধে। ফার্স্ট লেডি থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ধার্যকৃত জরিমানা দিতে ব্যর্থ হলে নাজিব রাজাকে স্ত্রীকে আরও ৩০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: