গরুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ছবি: আজকাল
গরুকে ধর্ষনের অভিযোগে প্রদ্যুৎ ভুঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুনতে বে-মানান হলেও, এমনটিই ঘটেছে।
ঘটনাটি ভারতের নামাখানার উত্তর চন্দনপাড়া এলাকারা। সেখানে আরতি ভূঁইয়া নামে একজন বাস করেন। তাঁর বাড়িতে গোয়াল ঘর আছে।
ভুঁইয়া পরিবার অভিযোগ করেছে, দিন কয়েক আগে রাতের বেলা এলাকার যুবক প্রদ্যুৎ ভুঁইয়া সেই গোয়াল ঘরে হানা দেয়। সেখানে থাকা একটি গরুকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।
জানা গেছে, ওই ঘটনার পর প্রবল রক্তক্ষরণের ফলে মারা যায় গরুটি। এদিকে, নামখানা থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্ব) প্রদ্যুৎকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তবে এই ঘটনা প্রথম নয়। সম্প্রতি উত্তরপ্রদেশে গরুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল নামখানায়।
বিভি/এসআই
মন্তব্য করুন: