• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেশি সুন্দরী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে: দাবি তরুণীর

প্রকাশিত: ১০:১৪, ১২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১০:১৫, ১২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বেশি সুন্দরী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে: দাবি তরুণীর

খাওয়ার পর হোটেলে বিল না দিয়ে পালিয়ে যাওয়ায় এক তরুণীকে আটক করেছে পুলিশ। কিন্তু মজার বিষয় হলো, তরুণীর অভিযোগ তিনি অতি সুন্দর হওয়ায় পুলিশ তাকে হয়রানি করছে। 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চিলিস টেক্স-মেক্স নামের রেস্তোরাঁর। হেন্দ বুস্তামি নামের ঔ তরুনী বিমানবন্দরের একটি হোটেলে খাওয়ার পর পালিয়ে যান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। জিও.টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ঔ তরুণীকে নিরাপত্তা তল্লাশি চৌকির কাছে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাস ভেগাস পুলিশ ওই তরুণীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। 

এনওয়াইপোস্ট.কম পুলিশের বরাতে বলছে, হেন্দ বুস্তামিকে গ্রেপ্তারের সময় নেশাগ্রস্ত মনে হয়েছে। পুলিশেল দাবি, হেন্দ পুলিশের কাজে বাধা দিয়েছে।  হেন্দ বুস্তামির দাবি, তার মতো সুন্দরি না দেখায় পুলিশে তাকে হয়রানি করছে। 

স্থানীয় টিভি কেটিএলএ বলছে, তরুণীর দাবি পুলিশ কমকর্তারা বিকৃতমনা ছিলেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। 
তরুণীকে নেভাদার ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। আগামী ২৭ অক্টোবর তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, জিও.টিভি।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2