• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তেহরান সফরে যাচ্ছে রাশিয়ার ৮০টি শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
তেহরান সফরে যাচ্ছে রাশিয়ার ৮০টি শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা

পশ্চিমা বলয় ভেঙে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে রাশিয়া-চীন নিয়ন্ত্রিত এশীয় নিরাপত্তা জোট-এসসিও'র স্থায়ী সদস্য হিসেবে যুক্ত হলো ইরান। এর ধারাবাহিকতায় আগামী মাসে তেহরান সফরে যাচ্ছে রাশিয়ার ৮০টি শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

উজবেকিস্তানের সামারখন্দে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও'র সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসী। আলোচনা করেন, পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পশ্চিমা অবরোধ মোকাবেলার কৌশল নিয়ে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০০১ সালে গঠিত জোটের সর্বোচ্চ সুবিধা ব্যবহার করতে নবম স্থায়ী সদস্য হিসেবে সমঝোতা স্মারকে সই করেছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইন্সটাগ্রামে জানান, এতে অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি খাতে নতুন দিগন্তের উন্মোচন হবে

। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রেসিডেন্ট পুতিনের বরাত দিয়ে জানানো হয়, আগামী সপ্তাহে তেহরান সফরে যাচ্ছেন রাশিয়া শীর্ষস্থানীয় ৮০টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই সফরে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবেন তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2