ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
সফরে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বিষয়ে বিশ্বব্যাংকের সহায়তা, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মার্টিন রাইজার বলেন, ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে পারায় গর্বিত বিশ্ব ব্যাংক। বৈশ্বিক মূল্যস্ফীতি, করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে তা জানতে আগ্রহী বলেও জানান তিনি।
চলতি বছরের জুলাইতে তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান।
বিভি/এসআই
মন্তব্য করুন: