• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার

প্রকাশিত: ২১:০১, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ২১:১৩, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার

ছবি: সুকান্ত মজুমদার

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) কলকাতার নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় তাকে গ্রেফতার করা হয়। গত শনিবার থেকে মোমিনপুরে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানেই যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

রবিবার রাতে মোমিনপুরে বোমার আঘাতে কলকাতা পুলিশের উপকমিশনার সৌম্য রায় আহত হন। মোমিনপুরে বোমাবাজিকে কেন্দ্র করে সরব হয় রাজ্যের গেরুয়া শিবির। একের পর এক টুইট করে এ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতারা।

বেলা ১১টা নাগাদ নিউটাউনের ফ্ল্যাট থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় আসার পরই সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেয় পুলিশ। টানা ২০ থেকে ২৫ মিনিট গাড়িতেই বসে থাকার পর সুকান্ত 
পুলিশকে প্রশ্ন করেন, মোমিনপুরে ১৪৪ ধারা নেই, তাহলে সেখানে যেতে বাধা কোথায়? কিন্তু পুলিশ সে কথায় কান না দিয়ে তাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে।

সুকান্ত জানিয়েছেন, এ নিয়ে আদালতে যাবেন তিনি। কেন, কী ধারায় তাকে গ্রেফতার করা হলো, তার কোনো সদুত্তর পুলিশের পক্ষে থেকে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সন্ধ্যায় বিজেপির কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ করেছেন। সূত্র:

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2