এবার পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক মানিক গ্রেফতার

ছবি: বিধায়ক মানিক ভট্টাচার্য
ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এবার রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।
রাতভর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি মানিককে গ্রেফতার করে দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হলেন তৃণমূলের দ্বিতীয় নেতা মানিক।
শিক্ষামন্ত্রী থাকাকালে পার্থ ও তার সহযোগীরা ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগে জড়িত ছিলেন বলে অভিযোগ। পার্থ তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন। তাকে গ্রেফতারের আগে তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জিকে গ্রেপ্তার করে ইডি। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পার্থ ও অর্পিতা দুজনই বর্তমানে কারাগারে আছেন। পার্থ গ্রেফতার হওয়ার পর মানিক নজরদারিতে ছিলেন। এখন তিনি গ্রেফতার হলেন।
ইডি বলছে, বরখাস্ত মন্ত্রী পার্থর হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘুষ সংগ্রহের কথোপকথনে মানিকের নাম পাওয়া গেছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: