• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লিঙ্গ পাল্টে ছাত্রীকে বিয়ে! 

প্রকাশিত: ১৮:২০, ৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
লিঙ্গ পাল্টে ছাত্রীকে বিয়ে! 

ছবি: ছাত্রী কল্পনা (বায়ে) ও আরভ কুন্তাল

ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে নিজের এক ছাত্রীকে বিয়ে করেছেন। ভারতপুরের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা এখন লিঙ্গ পাল্টে হয়েছেন আরভ কুন্তাল। রবিবার (৬ নভেম্বর) তিনি বিয়ে করেছেন কল্পনা ফৌজদার নামের ছাত্রীকে। 

শারীরিক শিক্ষা ক্লাসে কল্পনার সঙ্গে পরিচয় হয় মীরার। রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন কল্পনা। জানুয়ারিতে দুবাইয়ে একটি আন্তর্জাতিক কাবাডিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। কল্পনা ও আরভের বিয়ে ভারতে অপ্রচলিত ও বিরল ঘটনা। তাদের বাবা-মা এই বিয়ে মেনে নিয়েছেন।

লিঙ্গ পাল্টে পুরুষ হওয়া আরভ কুন্তাল সাংবাদিকদের বলেন, ভালোবাসায় সবকিছু করা যায়। তাই আমি লিঙ্গ পাল্টেছি। আরভ জানান, স্কুলের মাঠে কল্পনার সঙ্গে মিথষ্ক্রিয়ার সময় তার প্রেমে পড়েন। তিনি সবসময় একজন ছেলে হতে চাইতেন। তার কথায়, আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সবসময় ছেলে হওয়ার কথা ভাবতাম। লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের কথা সবসময় মাথায় ঘুরতো। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম অস্ত্রোপচার করি।

অপরদিকে কল্পনা জানান, দীর্ঘদিন ধরে আরভের প্রেমে পড়েছেন তিনি। আরভ অস্ত্রোপচার না করলেও তিনি তাকে বিয়ে করতেন। সূত্র: এনডিটিভি
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2