লুডু খেলার বাজিতে হেরে বাড়িওয়ালার ঘরে গেলেন গৃহবধূ

প্রতীকী ছবি
স্বামী থাকেন বাইরে। যে অর্থ পাঠান দুই সন্তান নিয়ে সংসার ভালোই চালাচ্ছিলেন গৃহবধূ। কিন্তু এরই মধ্যে জুয়ার নেশা পেয়ে বসে তাকে। যে বাসায় ভাড়া থাকেন সেই বাড়ির মালিকের সঙ্গে খেলতে শুরু করেন জুয়া। সেখানেই একদিন ঘটে গেলো চরম বিপত্তি। টাকা হারতে হারতে শেষ পর্যন্ত জুয়ায় নিজেকে বাজি ধরেন ওই গৃহবধূ। আর হেরে যাওয়ার পর সংসার ছেড়ে যেতে হয়েছে বাড়িওয়ালার ঘরে।
লুডু খেলার জুয়ার বাজিতে হেরে বাড়ির মালিকের হাতে গৃহবধূর নিজেকে তুলে এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী স্বামী।
আরও পড়ুন:
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, স্বামী কাজের জন্য রাজস্থানে থাকতেন। প্রতিমাসে স্ত্রীর কাছে টাকা পাঠাতেন স্বামী। সংসার খরচের পাশাপাশি বাড়ির মালিকের সঙ্গে বাজিতে লুডু খেলতেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে- স্বামীর পাঠানো অর্থ শেষ হওয়ার পর বেপরোয়া হয়ে একদিন নিজেকেই বাজির দান হিসেবে রাখেন ওই নারী। আর খেলায় হেরে শর্ত অনুযায়ী চলে যান বাড়ির মালিকের ঘরে। এসময় পরিত্যাগ করেন নিজ সন্তান ও স্বামীকে।
এ ঘটনা স্বামীকে ফোনে জানান ওই নারী। রাজস্থান থেকে ফিরে এসে পুলিশে অভিযোগ করেন ওই ব্যক্তি। এসময় তাকে ফিরে আসার অনুরোধ করলেও বাড়ি ফিরতে অস্বীকৃতি জানিয়ে বাজির শর্তে অনড় বলে জানান ওই নারী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুবোধ গৌতম জানান, আমরা ওই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ করার পর আমরা তদন্ত শুরু করব।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: