• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফ্রান্সে সতর্কতা!

প্রকাশিত: ২১:৫৭, ১৬ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফ্রান্সে সতর্কতা!

ছবি: ফাইল ফটো

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হওয়ারও ব্যাপক সম্ভাবনা আছে ‘লাস ব্লুস’ নামে পরিচিতি পাওয়া ফ্রান্সের ফুটবল দলের। আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে চলতি আসরের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার শঙ্কা থাকায় দেশজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার। 

স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানী প্যারিসে মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোতায়েন করা এ পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭৫০ জন রবিবার (১৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচের দিন প্যারিসের সেই অ্যাভিনিউয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া রবিবার চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর প্যারিসসহ বিভিন্ন শহরে আনন্দমিছিল বের করেছিলেন ফুটবলপ্রেমীরা; কিন্তু পরে সেই মিছিল রীতিমতো দাঙ্গায় রূপ নিয়েছিলো। দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে গত দু’দিনে কেবল প্যারিস থেকেই গ্রেফতার করা হয়েছে ১১৫ জনকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনন্দ মিছিলের আড়ালে সহিংসতা ছড়ানো আমরা একেবারেই বরদাস্ত করব না। সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ফ্রান্সের ফুটবলপ্রেমীদের কাছে বিজয় বা সাফল্য উদযাপনের একটি জনপ্রিয় স্থান প্যারিসের চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউ। ১৯৯৮ সালে ফুটবল বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই সময় থেকেই নিজেদের জাতীয় ফুটবল দলের যে কোনো বিজয় উদযাপনে চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে ফরাসি ফুটবলপ্রেমীদের জড়ো হওয়া প্রায় প্রথায় পরিণত হয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপ আসরে যখন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফ্রান্স, তা উদযাপনে ফাইনাল ম্যাচের দিন চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিলেন ৬ লাখেরও বেশি ফুটবলপ্রেমী। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: