জেলেনস্কি-মোদি ফোনালাপ

শান্তি ফর্মূলা বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ সাহায্য চান তিনি।
জেলেনস্কি টুইটার বার্তায় বলেন, জি২০ জোটের সভাপতি হিসেবে আমি ভারতের সাফল্য কামনা করি। আমি এ প্ল্যাটফরমেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট জি-২০’র সভাপতির দায়িত্ব পালন করছে ভারত।
এ বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিজনিত বিষয়ে কথা বলেছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
বিভি/এসআই
মন্তব্য করুন: